কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিন্নধর্মী প্যান্টের সঙ্গে মার্জিত ফ্যাশনেবল হিজাবের স্টাইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

প্যান্টের সঙ্গে মার্জিত ফ্যাশনেবল হিজাবের স্টাইল

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২০
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২০

(প্রিয়.কম) বর্তমান সময়ে নতুন প্রজন্মের মধ্যে হিজাব পরতে ভালেবাসে এমন ফ্যাশনেবল নারীর সংখ্যা নেহাত কম নয়। নারীর সৌন্দর্য এবং ফ্যাশনে মাধুর্যতা বাড়িয়ে তুলতে হিজাব এখন স্টাইলিস্ট নারীদের অপরিহার্য পোশাকের অংশ হিসেবে অপরিহার্য। হিজাব মানেই যে এটি শুধু বোরখা, গাউন কিংবা সেলয়ার কামিজের সাথেই পরতে হবে ব্যাপারটি আসলে তা নয়। আপনি চাইলে আপনার পছন্দসই পোশাকের সাথেও মানান সই হিজাব পরে পোশাকে আনতে পারেন মার্জিত ভাব। এখন অনেক নারীই তাদের প্যান্টের সাথে সমন্বয় রেখে নানা রঙের ফতুয়া কিংবা টপসের সাথে পরছেন মানানসই হিজাব। এমনকি বাংলাদেশ ছাড়াও  ইরান, তুরান সহ পৃথিবীর অনেক দেশেই স্টাইলিস্ট প্যান্টের সাথে নারীদের বহুদিন ধরে ফ্যাশেবল হিজাব পরার চলনটা রয়েছে। এমনকি যুক্তরাজ্যসহ বিশ্বের প্রথম সারির দেশগুলতে মুলিম সম্প্রদায়ের নারীরা জিন্স সহ অন্যান্য প্যান্টের সাথে মিল রেখে পরছেন বিভিন্ন স্টাইলের হিজাব। যারা কম-বেশি  প্যান্ট পরতে ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে আজ আমরা আপনাদের জন্য হাজির করেছি কিছু যুগোপযোগী মার্জিত ফ্যাশনেবল হিজাবের স্টাইল...

একটু ফেন্সি ধরনের প্যান্টের সাথে পোশাকে  স্নিগ্ধতা বজায় রাখতে ফ্যশনেবল হিজাব স্টাইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

 

 

কার্গো প্যান্টের সাথে মার্জিত  স্টাইলের হিজাব । ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

 

এক রঙের প্লেইন প্যান্টের সাথে পরুন ফ্যাশনেবল স্টাইলে হিজাব। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

ঝলমলে  ভিন্নধর্মী প্যান্টের সাথে প্যান্টের সাথে মার্জিত হিজাব। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

কিউলট প্যান্টের সাথে সাথে হিজাবের স্টাইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

ট্র্যাকসুট অথবা ট্রাউজার ধর্মী প্যান্টের সাথে এভাবে হিজাব পরতে পারেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

স্ট্রাইপ প্যান্টের সাথে ভিন্নধর্মী হিজাবের স্টাইল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

হারেম টাইপের প্যান্টের সাথে ফ্যাশনেবল হিজাব। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

যেকোনো রঙের সিম্পল জিন্স প্যান্টের সাথে হিজাব, এমনকি সাদা রঙের জিন্স প্যান্টের সাথেও পরতে পারেন হিজাব। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

সূত্রফুসটানি ডট কম

প্রিয়  ফ্যাশন/গোরা