কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

ভারতে দুই শিশুসহ ১০ বাংলাদেশি গ্রেফতার

আবু আজাদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০১৭, ২০:৩৭
আপডেট: ২৪ জুলাই ২০১৭, ২০:৩৭

(প্রিয়.কম) ভারতের পশ্চিমবঙ্গ থেকে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সেদেশের পুলিশ। ২৩ জুলাই রোববার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ ওই ১০ জনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে আসার অভিযোগে ওই ১০ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বাংলাদেশিদের মধ্যে মুহাম্মদ রাজিন (২৩), আবুল হায়দার (১৮), ইয়াসিন শেখ (১৮) ও আসরাব বানুর (৩০) বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। এ ছাড়া খাদিজা আখতার (২০) ও তানিয়া আখতার (২০) নামে খুলনা জেলার দুজন ও তানজিরা আলম (২৫) নামে যশোরের এক বাসিন্দা রয়েছেন।

গ্রেফতারকৃতদের সঙ্গে তিন ও ছয় বছরের দুটি শিশু রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, রোববার রাত ১০টার দিকে ধৃত বাংলাদেশিরা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করা হয়েছে।

প্রিয় সংবাদ/শান্ত