কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টানা বৃষ্টিতে মালয়েশিয়ার পেনাং প্রদেশে প্রবল বন্যা। সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় বন্যা: বাংলাদেশি নিহত ১, নিখোঁজ ১  

জানিবুল হক হিরা
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৭, ২১:৪৮
আপডেট: ০৬ নভেম্বর ২০১৭, ২১:৪৮

(প্রিয়.কম) টানা বৃষ্টিতে মালয়েশিয়ার পেনাং প্রদেশে প্রবল বন্যা দেখা দিয়েছে। আর এ বন্যায় এক বাংলাদেশিসহ ৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যায় আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পত্রিকাগুলো।

তবে মৃত ও নিখোঁজ বাংলাদেশির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নিখোঁজ ব্যক্তির খোঁজে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

৪ নভেম্বর শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রদেশটির সেবারাং পেরাই উতারা এলাকায় ওই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটে।

পেনাং প্রদেশের সহকারী পুলিশ কমিশনার নুজাইনি মোহাম্মদ নূর জানান, প্রচণ্ড ঝড়ে একটি গাছ উপড়ে পাশেই থাকা কাঠের তৈরি বাড়ির উপর পড়ে। এতে বাড়িটি ধসে পড়ে এবং তার ভেতর থেকে অজ্ঞাতনামা ওই বাংলাদেশের লাশ উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ২টা থেকে অব্যাহত বৃষ্টিতে পেনাং শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বলেও দেশটির সংবাদ সংস্থা বারনামাকে জানায় কর্তৃপক্ষ।

পেনাং প্রদেশের মুখ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত চারটি জেলার দেড় হাজারেরও বেশি মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

প্রিয় সংবাদ/শান্ত