কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

শিল্পকলা একাডেমির তারেক-মিশুক স্মরণ

priyo.com
লেখক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪, ১৫:৩৯
আপডেট: ১৩ আগস্ট ২০১৪, ১৫:৩৯

(প্রিয়.কম) মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন, আলোচনাসভা, স্মরণ বক্তৃতা ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে তৃতীয় প্রয়াণবার্ষিকীতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন চলচ্চিত্রকর্মীকে যৌথভাবে স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ‘তারেক মাসুদের প্রাসঙ্গিকতা : বাংলা চলচ্চিত্র এবং বাংলাদেশের চলচ্চিত্র চর্চা’ শীর্ষক প্রবন্ধ যৌথভাবে পাঠ করেন চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু ও চলচ্চিত্র গবেষক ড. ফাহমিদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি আলোকচিত্রী মুনিরা মোরশেদ মুন্নী। স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক। বক্তারা বলেন- বিকল্পধারার নয় তারেক মাসুদ নিজেকে স্বাধীনধারার নির্মাতা হিসেবে ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। চলচ্চিত্র শিল্প থেকে কখনও তিনি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেননি। অথচ তার প্রতিটি নির্মাণেই রয়েছে দেশজ দায়বদ্ধতার ছাপ। তা�� মৃত্যুতে চলচ্চিত্র শিল্পের এবং সংস্কৃতি অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসময় বক্তারা তরুণ প্রজন্মের চলচ্চিত্র অনুরাগীদেরকে তারেক মাসুদের নিষ্ঠা, সততা ও দেশজ দায়বদ্ধতা থেকে শিক্ষা গ্রহণের আহবান জানান। এর আগে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ প্রয়াত পাঁচজন স্মরণে মিলনায়তনের বাইরে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালনের পাশাপাশি প্রদর্শিত হয় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’। সবশেষে প্রসুন রহমানের পরিচালনায় তারেক মাসুদের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘ফেরা’ প্রদর্শিত হয়।