কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলি। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকের লাশ উদ্ধার

priyo.com
লেখক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৭
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৭

ছবি: ফেসবুক থেকে নেওয়া

আরিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

(প্রিয় ক্যাম্পাস) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির লাশ উদ্ধার করা হয়েছে।

ওই বিভাগের সাবেক সভাপতি অধ‌্যাপক মশিহুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জুবেরী ভবনের ভেতর থেকে বন্ধ একটি কক্ষের দরজা ভেঙে তারা আকতার জাহানকে উদ্ধার করেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত‌্যু হয়েছে।

বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ জানান, তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহিনুল ইসলাম জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে তিনি জানান।