কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ

priyo.com
লেখক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১১
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১১

(প্রিয়.কম) সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে ১৯৯০ সাল থেকে শিশু মৃত্যুর হার ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে বলে জানায়। প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ২৫ বছর আগে এক বছরে ৫ বছরের কম বয়সী ১ কোটি ২৭ লাখ শিশু মারা যায়। কিন্তু এ বছর প্রথমবারের মতো শিশু মৃত্যুর এই সংখ্যা ৬০ লাখের নিচে নেমে এসেছে। তবে সামনে এখনো আরো অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সাহায্যকারী সংস্থাগুলো জানিয়েছে। ঐ প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ১৯৯০ সাল ও ২০১৫ সালের মধ্যে শিশু মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ হ্রাস করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল। কিন্তু এটা অর্জিত হবে না। এই সময়ে এই মৃত্যুহার ৫৩ শতাংশ হ্রাস পাবে। এখনও প্রতিদিন ৫ বছরের কম বয়সী ১৬ হাজার শিশু মারা যাচ্ছে। এদের অনেকে নিউমোনিয়া, ডায়রিয়া বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব। প্রতিবেদনটিতে মৃত্যুগুলোর প্রায় অর্ধেক অপুষ্টিজনিত কারণে হয়ে থাকে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ভূমিষ্ঠ হবার পরবর্তী কয়েকদিন শিশু মৃত্যুর ঝুঁকি ৪৫ শতাংশ। এক মাস বয়সের আগেই শিশুরা মারা যায়। সূত্র: বাসস