কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

দ্রুত জনসংখ্যা কমেছে যে ১০টি দেশে

priyo.com
লেখক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৫, ১৪:২৯
আপডেট: ০৩ আগস্ট ২০১৫, ১৪:২৯

ছবি: পুয়ের্তো রিকো পর্যটনের কেন্দ্রস্থল স্যান জুয়ান (প্রিয়.কম) বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০২২ সালের মধ্যে ভারত চীনের জনসংখ্যাকে ছাপিয়ে যাবে বলে চলমান পূর্বাভাসের মধ্যেই পৃথিবীর অনেক দেশে কমছে জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা হ্রাস সাধারণত দেশান্তরের ফলে এবং জন্মহারের চেয়ে মৃত্যহার বেড়ে গেলে ঘটে। বিশ্ব ব্যাংকের জনসংখ্যা বিষয়ক তথ্যের উপর ভিত্তি করে সম্প্রতি বিশ্বের দ্রুত জনসংখ্যা হ্রাস পাওয়া ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’। বিশ্বের যেসব দেশগুলোতে ২০১৩-১৪ সালের মধ্যে সবচেয়ে দ্রুত জনসংখ্যা হ্রাস পেয়েছে: 1 ১. পুয়ের্তো রিকো- ৮৭,৪৪২; জনসংখ্যা হ্রাসের হার: -১.৩% 2 ২. লটিভিয়া- ২২,২৯৬; জনসংখ্যা হ্রাসের হার: -১.১% 3 ৩. লিথুনিয়া- ২৮,৩৬৬; জনসংখ্যা হ্রাসের হার: -১.০% 4 ৪. গ্রিস- ৬৮,৮০৯; জনসংখ্যা হ্রাসের হার: -০.৬% 5 ৫. পর্তুগাল- ৫৯,৯০২; জনসংখ্যা হ্রাসের হার: -০.৬% 6 ৬. ভার্জিন আইল্যান্ড- ৫৬৭; জনসংখ্যা হ্রাসের হার: -০.৫% 7 ৭. বুলগেরিয়া- ৩৮,৮২৪; জনসংখ্যা হ্রাসের হার: -০.৫% 8 ৮. সার্বিয়া- ৩৪,৭০৪; জনসংখ্যা হ্রাসের হার: -০.৫% 9 ৯. স্পেন- ২১৫,৪৪৩; জনসংখ্যা হ্রাসের হার: -০.৫% 10 ১০. ক্রোয়েশিয়া- ১৯,৩০০; জনসংখ্যা হ্রাসের হার: -০.৫% ২০১৩-১৪ সালে ১.৩% জনসংখ্যা হ্রাসের হার নিয়ে তালিকায় শীর্ষে আছে পুয়ের্তো রিকো। পুয়ের্তো রিকোর বর্তমান অর্থনৈতিক দুরাবস্থায় দেশটির বহু সংখ্যক লোক দেশ ছেড়েছে। দেশটি প্রায় ৭৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণে জর্জরিত। উল্লেখ্য, তালিকার বেশিরভাগ দেশই ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দেশগুলোর মানুষের অর্থনৈতিক উন্নয়নের আশায় দেশান্তরিত হওয়াই এর প্রাথমিক কারণ।