কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

তারেক মাসুদ স্মরণে

priyo.com
লেখক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৫, ০৪:৫৮
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫, ০৪:৫৮

ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এখন ওপারের বাসিন্দা। ২০১১ সালের ১৩ই আগস্ট না ফেরার দেশে চলে গেছেন তিনি। তারেক মাসুদ না থাকলেও আছে তাঁর কাজ। আজ এই গুণী মানুষের জন্মদিন। বেঁচে থাকলে তাঁর এই ৫৯তম জন্মদিনটি কিভাবে পালন করতেন তা জানা নেই আমাদের কারোরই। তবে প্রয়াত তারেক মাসুদের স্মরণে আয়োজনের কমতি থাকছে না আজ। সভা সেমিনার তো আছেই। সেই সঙ্গে তাঁকে স্মরণ করে প্রচারিত হবে টেলিভিশন অনুষ্ঠানও। এর মধ্যে উর্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে ‘হৃদয়ের গহিনে তারেক মাসুদ’।এ অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন তাঁরই ভাই হাবিবুর রহমান। রোকেয়া প্রাচী’র উপস্থাপনায় এতে অতিথি হিসেবে থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।

আজ বিকেল সাড়ে পাঁচটায় বিটিভি’তে অনুষ্ঠানটি প্রচারিত হবে।