কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

তারেক মাসুদ ও মিশুক মুনীর মৃত্যুর তিন বছর ॥ থমকে আছে বিচারকাজ (জনকণ্ঠ)

priyo.com
লেখক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৪, ১৮:৪৪
আপডেট: ১৩ আগস্ট ২০১৪, ১৮:৪৪

(জনকণ্ঠ) দুর্ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় করা মামলার বিচারকাজ এখনও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। একাধিক ধার্য তারিখে মামলার বাদী আদালতে হাজির না হওয়ায় থমকে আছে বিচারকাজ। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় ২০১১ সালের ১৩ আগস্ট বিপজ্জনক মোড়ে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনকে বহনকারী মাইক্রোবাসটি চুয়াডাঙ্গাগামী ‘চুয়াডাঙ্গা বিলাস বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন। নিহত অপর তিনজন হলেন মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন। আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল-মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীষ রফিক। এ ঘটনায় ঘিওর থানার তৎকালীন এস.আই মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ৩০৪-এর খ ধারায় মামলা দায়ের করেন। পরে ঘিওর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলামকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্ত শেষে ২০১২ সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বাসচালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়। মামলায় সাক্ষী করা হয় ক্যাথরিন মাসুদ, ঢালী আল-মামুন, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ ৩৯ জনকে। বিস্তারিতঃ http://www.dailyjanakantha.com/news_view.php?nc=27&dd=2014-08-14&ni=181893