কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

তারেক মাসুদ ও ক্যাথরিনের চলচ্চিত্র প্রদর্শনী

আরিফুল ইসলাম
লেখক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:৪৩
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:৪৩

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মরণে ৩ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি থেকে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রর্শনীতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, রানওয়ে, নরসুন্দর ও একুশ দেখানো হবে। প্রবেশ মূল্য ৫০ টাকা। প্রদর্শনী নিয়ে ক্যাথরিন মাসুদ বলেন, ‘নতুন প্রজন্ম নিয়ে তারেক সব সময় স্বপ্ন দেখতেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সে সবসময় সোচ্চার ছিল। সে বেঁচে থাকলে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রজন্ম চত্বরের আন্দোলনে যোগ দিতো। যদিও তারেক আমাদের মাঝে নেই। কিন্তু প্রজন্ম চত্বরের পাশে তার নির্মিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনীর মাধ্যমে সে এই আন্দোলনের একটি অংশ হয়ে থাকবে।’ প্রদর্শনীতে ২০ ফেব্রুয়ারি তিনটায় দেখানো হবে ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’, ৫টায় ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘মুক্তির গান’, সাতটায় ‘একুশ’ ও ‘মাটির ময়না’, ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘মুক্তির গান’, ১২টায় ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘মুক্তির কথা’, ৩টায় ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’, ৫টায় ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘মুক্তির গান’, ৭টায় ‘একুশ’ ও ‘মাটির ময়না’ এবং ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘একুশ’ ও ‘মাটির ময়না’, ৫টায় ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘মুক্তির গান’, ৭টায় ‘একুশ’, ‘নরসুন্দর’ ও ‘রানওয়ে’ প্রদর্শিত হবে।