কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি সংগৃহীত

তারেক মাসুদ এবং মিশুক মুনীরের স্মৃতিতে ভাস্কর্য

priyo.com
লেখক
প্রকাশিত: ২৫ মে ২০১৪, ০৩:৪১
আপডেট: ২৫ মে ২০১৪, ০৩:৪১

(প্রিয়.কম) - প্রয়াত চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীরের স্মৃতি রক্ষার্থে ঢাকায় একটি ভাস্কর্য স্থাপন করা হচ্ছে। এর অর্থায়ন করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ব্র্যাক। এতে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে ক্যাথরিন মাসুদ এবং ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর আসিফ সালেহ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ভাস্কর্যটি নির্মাণের জন্য ব্র্যাক তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টকে ২০ লাখ টাকা দেবে। চলতি বছর জুলাই মাসের মধ্যে ভাস্কর্যটি স্থাপন করা হবে। এদিকে, এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিএসসিতে ভাস্কর্যটি স্থাপনের ব্যাপারে সম্মতি জানিয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ থেকে ফেরার পথে জোকা গ্রামের একটি মোড়ে তাদের মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা দেয় চুয়াডাঙ্গাগামী একটি বাস। ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীর তাদের সহকারী মোতাহার হোসেন ওয়াসিম, মুস্তাফিজুর রহমান এবং জামাল হোসেন নিহত হন। গুরুতর আহত হন শিল্পী ঢালী আল মামুন। আহত হন দিলারা বেগম জলি ও ক্যাথরিন মাসুদ।